অনেক দুরের মফসলের একটি ছেলে
আমার,এতো বছরের কলকাতাকে,
কয়েক দিনেই বদলে দিলে।
নানান সময় কাজ অকাজে
পেরিয়ে গেছি ও পথ দিয়ে,
এমন করে পথ কখনো
ভাবাই নি তো তাকে নিয়ে।
সে পথ দিয়ে তোমার সাথে
ঘুরে ছিলাম কয়েকটা দিন,
চরন চিহ্ন দিয়ে সেদিন
আঁকা হয়েছে কাব্য রঙিন।
কাব্য কথা লিখলো পথ
তুমি ফিরলে আপন ঘরে,
ওদিক পানে গেলেই এখন
সেই সব ছবি আঁকড়ে ধরে।
কাব্য এসে মোছায় জল,
বলে, লিখবো আবার অপেক্ষায় আছি
তোরা দুজন কবে আসবি বল?। ।
ইলা চ্যাটার্জ্জী