হাজারো ব্যস্ততা তোমার
কাজের ফাঁকে দম ফেলার মতো
ফুরসত মেলে না এখন,
শ্রমিক মৌমাছির মতো
সারাটাদিন শুধু কাজ আর কাজ।
অতঃপর রাত এলে ক্লান্ত বিধ্বস্ত শরীর এলিয়ে দাও নরোম বিছানায়।
.
জানি, এখন আর বৃষ্টি এলে
খোলা জানালার পাশে এলোকেশে
আনমনে দাঁড়ানো হয়না,
ভোরের শিশির মাড়িয়ে খালি পায়
হাঁটা হয়না দূর্বা ঘাসের সবুজ চাদরে।
দেখা হয়না আবীর রাঙা সূর্যাস্ত কিংবা সূর্যোদয়।
.
বদলে গেছে তোমার পৃথিবী,
হয়তোবা  বদলেনি কিছুই
শুধু কাজের মাঝে বুঁদ হয়ে ভুলতে চাইছো পুরাতন ক্ষত
উপেক্ষা করতে চাইছো হৃদয়ের টান।
.
ভাবনার কত রঙ্গই তো হতে পারে
কতদিকে প্রবাহিত হতে পারে চিন্তার জলধারা।
.
জানোই তো,
কোন  পিতা কখনোই কোন পঙ্গু সন্তান কামনা করেনা,
কিন্তু আমি চাই আমার ভাবনাগুলো মিথ্যে হোক,
আমার চিন্তাগুলো পতিত হোক পরিত্যক্ত ভাগাড়ে।
.
তোমার যে জীবন তাই নিয়ে তুমি সুখে আছো_
এই বার্তাটুকু বাতাসের  কানে কানে একবার বলে দিও।
আমি জেনে যাবো তার কাছে।
.
আমার তো তোমার মতো এতো কর্মব্যস্ততা নেই,
হয়তো হবেও না কোনদিন।
অপরিবর্তিত পৃথিবীতে আজন্ম বসবাস।
.
আমি এখনো কবিতার খাতাখোলে পাগলামো করে যাই প্রতিদিন,
এখনো বেসুরো গলায় গেয়ে উঠি যখন তখন,
এখনো নিঝুম রাতে কথা বলি জোনাকির সাথে।
.
তোমার তো এখন আর  সময় হবেনা।
নাহলে বলতাম_ এসো একদিন স্মৃতির  শুকনো গোলাপ  হাতে।
তোমার কাছে এখনো তো  আমার  বর্ষণমুখর একটি সন্ধ্যা পাওনা আছে।
""""""""""""""""""""