নির্ঘুম রাত আমাকে চেনেনা আর
এখন রাতের চোখে বড্ড বেশি ঘুমকাতুরে আমি।
.
মনে পড়ে রাতজাগা রাতগুলোর কথা
একটি প্রশান্তিময় ঘুমের জন্য অনাথের করুণ চোখে মিনতির মৌনালাপ,
কষ্টের বিষবাষ্পে দূষিত বায়ুমণ্ডলে
বেঁচে থাকার অন্তিম বাসনার স্মৃতি।
.
ঘুমের শ্রাদ্ধ শেষে দিনভর
আহত পাখির অস্থিরতার নরক দন্ড,
দিনভর ভোরের সূর্যের মতো টকটকে লাল চোখে খুঁড়িয়ে চলে জীবনের ক্র্যাচ।
.