তুলির শেষ আঁচড় দেয়ার পর মনে হলো _
যে ছবি আঁকার কথা আঁকা হয়নি তা
তারচেয়ে ভালো ছিলো ফাঁকা ক্যানভাস,
ভালো ছিলো
একটি ছবি আঁকার স্বপ্নে পার করা ধ্যানমগ্ন সময়।
.
শিশিরস্নাত মিষ্টি সকাল
শিশুর হাসির মতো ঝলমলে সোনা রোদ্দুর।
বৃষ্টিমূখর সন্ধ্যা
টুপটাপ টুপটাপ ছন্দময় সুর লহরী।
জোসনামাখা রাত
তারায় তারায় অঙ্কিত অপরুপ চিত্রপট।
.
তুলির শেষ আঁচড় দেয়ার  পর মনে হলো _
সবকিছু বিবর্ণ ম্লান
জৌলুসহীন অনাহুত  অতিথি,
তারচেয়ে  ভালো ছিলো ফাঁকা ক্যানভাস
ভালো ছিলো
একটি ছবি আঁকার স্বপ্নে পার করা ধ্যানমগ্ন  সময়।