একটি লাল-সবুজের পতাকা তোমার আমার,
একটি গানের সুর মূর্চনায় ভাসি আবেগী জলে_
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি...........
.
একই মানচিত্রে আঁকা আমাদের জন্মভূমি ছাপান্ন হাজার বর্গ মাইল।
হৃদয়ের অভিব্যক্তি প্রকাশে একটি ভাষা প্রাগৈতিহাসিক কাল ধরে আমাদের চৌদ্দ পুরুষের কণ্ঠ ধ্বনি।
কালের দেয়াল লিখন জানে অপরিবর্তিত
আমাদের বর্ণমালা।
.
অমিলের খাতা বন্ধ রেখে
মিলের হিসেব মিলাই ক্লান্তিহীন,
একই মাতার দুগ্ধজাত সন্তান
প্রতিটা রক্তনালীতে রক্তের একই রং।
.
তবু তুমি আমি বুকের বাগানে চাষ করি বুলেট বারুদ,
স্নাইপারের চোখে দেখি পরষ্পরের গতিবিধি।
স্টেনগানের স্টিগারে আঙ্গুল রাখবো বলে
বুনো বাসনায় উন্মাতাল অহর্নিশ।
.
অন্ধকারের ভেতর থেকে গুঞ্জরিত হয় ত্রিশ লক্ষ শহীদের হৃদয় পোঁড়া দীর্ঘশ্বাস,
স্বপ্ন ভাঙ্গার বেদনায় বিস্ময়ে বাকরুদ্ধ মহাকাল।