কল্পনার চিত্রপটে আঁকা অনাদিকালের
অতৃপ্ত আত্মার ব্যাকুলতায়
তোমাকে স্পর্শ করবো বলে_
কবিতার স্নিগ্ধ জলে নিরন্তর অবগাহন
অনুভবের সিঁড়ি বেয়ে
বর্ষার অথৈ জলে পানকৌড়ির ডুবসাঁতার।
.
হাজার বছরের পথ হেঁটে
দূর্বোধ্য শিলালিপির পাঠোদ্ধারে নিমগ্ন সত্ত্বার
নিবেদিত প্রার্থনা।
.
কতোবার
মধ্যাহ্নের রুদ্রমূর্তি উপেক্ষা করে
চোখ  রেখেছি সূর্যের চোখে।
কতোবার
মৃত্যু উপত্যকায় হেঁটে এসেছি নিঃসঙ্গ নিশুতি রাতে।
কতোবার
সঙ্গাহীন নিথর দেহ নিক্ষিপ্ত হয়েছে
পরিত্যক্ত আস্তাকুড়ে।
.
তবু অসূর্যস্পশ্যা তুমি!
তোমার জন্য চিরকাল  হৃদয় অলিন্দে খোদাই করে লিখা
বর্ণনাতীত সুচিতার অবিনশ্বর শব্দমালা।