এই যে আকাশ স্নিগ্ধ বাতাস
বন-বনানী মাঠ,
পাহাড় নদী ঝর্ণাধারা
অবাক চারুপাঠ,
ছড়িয়ে আছে চতুর্দিকে
নয়ন কাড়া রুপ,
এসব দেখে কবির কলম
কেমনে থাকে চুপ?
.
এই যে ডাকে হাজার পাখি
মিষ্টি-মধুর সুর,
টাপুরটুপুর ছন্দ তালে
বৃষ্টি খোলে দোর,
এমন সুরের হিল্লোলেতে
কেউ কি নীরব রয়?
তাইতো বাউল গানে গানে
মনের কথা কয়।
.
মাথার উপর নীল চাঁদোয়া
নীচে সবুজ ঘাস,
শরৎ নদীর দু'কূল জুড়ে
ফুটে শাদা কাশ,
দেখে দেখে রং তুলিতে
শিল্পী আঁকেন ছবি,
সেই ছবিতে আলোক ছড়ায়
চাঁদ তারা আর রবি।
.
যে দিকে চাই হারিয়ে যাই
উপচে পড়া রুপ,
সময় ভুলে তাকিয়ে থাকি
আনমনে নিশ্চুপ,
যতই দেখি যতই লেখি
শেষ হবেনা শেষ,
এযে আমার মায়ের আঁচল
রুপের বাংলাদেশ।
→→→→→→→→→→→