আসছে শীতের উষ্ণতা ভাই আগাম তোমায় জানাই,
শীতের মতো মজার সময় আর কোথাও নাই।
শীত এলোরে-শীত এলোরে আনন্দ চারিদিকে,
শীতের দিনে রসের পায়েস ভাপা পুলি জোটে।
ভাপা পুলি রসের পায়েস, খেতে লাগে বড়ই আয়েস;
তারে কেউবা করে অমৃত সম জ্ঞান।
সবাই ভাবে ঋতুর মাঝে শীত-ই হলো মহান।
শীত যে তোমার মধুর লাগে জড়ায়ে শীতের বস্ত্র,
অন্যের ঠায় বিধুর বাজে, যেন ক্ষুরধার অস্ত্র।
গেল বছর এক প্রভাতে,
দেখেছিলাম পত্রিকা তে,
মরছে বুড়ো শীতের কোপে
উত্তরী বাংলায়।
তাঁর বয়স কি ছিল খুব বেশি?
তার'চে যারা বেশি বয়সী থাকে অট্টালিকায়;
বাঁচে অনেক বেশি, শার্শি গলানো জানালায়।
পার নাকি কভু বাড়াতে দু বাহু,
দুঃখীর দুঃখ মোচনে।
কর অঙ্গীকার বেদন বিহীন বিশুদ্ধ বাংলা রচনে।