বেগম পাড়ায় সাহেব পাড়ায় আছে যাদের বাড়িঘর
ভোটের সময় দূরে থাইকেন নইলে হইয়া যাইবো গড়বড়,
বউ বাচ্চা দূরে রাইখা দেশে আইসা ধরেন ভাব
এবার কিন্তু বয়কট করুম হইবোনা আর কোন লাভ।
চুরি দারী সবই কইরা সময় হলে ভাইগ্গা যান,
হাজার হাজার ঋণের বোঝা আমগো মাথায় চাপায়ে দেন
আর কিন্তু তা হবেনা আমাগো হিসাব বুইজ্জা গেছি,
দেশের পাশে দেশীই থাকবো চাইনা কোন ভিনদেশী
দেশের কাজে আইতে পারলেই সামনে কিন্তু আইয়েন,
এই শর্তে না পারলে (দেশের তরে) পিছন দিয়া যাইয়েন।
দেশটা অহন সামনে যাইবো পিছন টাইনা লাভ নাই
কুচিন্তা বাদ দিয়া সবাই আসেন দেশের কাজে হাত লাগাই,
দেশের কাজে হাত লাগাই,দেশের কাজে হাত লাগাই,দেশের কাজে হাত লাগাই.....