ওগো দয়াময় দয়ার সাগর,
রহমতের ভান্ডার।
আমি তোমার অবুঝ বান্দা,
বড় গোনাহগার।

বিপদে আপদে তোমায় ডাকি  যত,
সুখের সময় ভুলে রই তত,
তথাপি তুমি সদা সহায়,
তুমি যে পরম দয়াময়।

এসেছি বক্ষে মরু তৃষ্ণা লয়ে,
মেটে না পিয়াস দুনিয়ার জলে,
তোমারই নাম জপে মিটাইব পিয়াস,
ক্ষুধা তৃষ্ণা আর যত মনের আঁশ।

মধুমাখা সে নাম জপি অভিরাম,
যেন কভু না ভুলি কায়িক শ্রমে যত ফেলি ঘাম।
প্রভু আমি তোমায় ডেকে শান্ত করি মন,
ত্রি-ভুবনে সবার তুমি-ই অতি আপন।