তুমি মুক্ত, হ্যাঁ তুমি মুক্ত। কথা দিয়ে কথা না রাখার ধূসরতায় আমি খুব ক্লান্ত।

তাই ব্যর্থতা মেনে নিয়ে
মুক্তি দিলাম, মুক্ত বিহঙ্গের মত তুমি উড়ে যাও সাদা মেঘের দলে।

কালো ডায়েরির পৃষ্ঠায় কোনো অভিযোগ লিখবো না,
লিখবো শুধু অভিযোগের ব্যর্থ কপটতা।

চাঁদের গল্প শুনিয়ে জ্বোৎস্না দিতে পারিনি
এক গুচ্ছো পাহাড়ী ফুল, এক বিন্দু নহরের জলও,
রাশি রাশি সুখের গল্প শুনিয়ে
এক আকাশ সমান যাতনা দিয়েছি,
এখন আমি খুব ক্লান্ত, নিঃশ্বাস নিতে আমার খুব কষ্ট হয়,
বাহনা দিতে দিতে আমি অসাড় হয়ে গিয়েছি,
আর কত! আর কত পথ হাঁটলে একটু শান্তির বিশ্রাম পাবো?

আমি পরাজিত স্বপ্নের কাছে,
আমি লুন্ঠিত ভাগ্যের কাছে।

তোমায় মুক্ত করে দিলাম,
একটি নতুন ভোরের প্রতিক্ষায় তুমি উড়ে যাও।

তোমার ঋণের বোঝা কাঁধে নিয়ে সাহারার বুকে আমি তৃষিত হবো
পরজনমে যেন শুধিতে পারি এই  আশায়।