ভালোবাসা! জীবন!
সেতো রাতের আঁধারে নগ্ন দেহে
সুখ খুঁজি আমরা তাতে!
নিমেষেই ভুলে যাই জন্ম কেন
ভুলে যাই সাদাকাপড় বা চন্দনকাঠ
ভুল পথে সুখ কুঁড়িয়ে আজ সবাই অসুখী।
আলো নিভিয়ে দিবে
কারো কক্ষে হারিকেনের মিটমিট আলো
আবার কারো ডীমলাইটে উত্তজেনায় গরম
শীতল হওয়াতে সুখ কুঁড়াবে,
আবার অনেকেই বালিশের জন্য
খোলা দু'চোখে বর্ষা নামাবে।
কেউ সুখের গোঙানিতে মাতোয়ারা
আবার কেউ শব্দহীন আত্বচিৎকারে
দুঃখকে বরণ করে কষ্টের সাথে পাঞ্জায়
এইভাবেই জন্ম হয় অস্তিত্ব।
কেউ সুখের সাথে ক্লান্ত হয়ে তন্দ্রায়
আবার কেউ একরাশ হতাশা নিয়ে
স্বপ্নের সাথে জমিয়ে সূর্যের প্রতিক্ষায়।
ছুটাছুটি, অর্থ আয় সুখের পিছনে ব্যয়
কেউ কড়া রৌদে কেউবা শীততাপ কক্ষে
কেউ পাখার মাঝে কাটিয়ে
রাতের একটু সুখ কিনতে ব্যকুল
ভোর থেকে রাত অবদি।
আবার সেই সুখ এবং জন্ম।
সব কিছুই যেন অর্থহীন
জীবনের অর্থ মিছে
লোভ-লালসা, ক্ষমতা-বাহাদুরী, অহংকার এবং ক্রোধ
সব কিছুই মিথ্যে।
তবুও আমাদের এতোকিছু দু'দিন বাঁচার জন্য।
সুখের বৈরাগী আমি তুমি সবাই
কিন্তু হায় সুখী কি হওয়া যায়?