আমি শ্রমিক
রক্তকে ঘাম করে
তোমাদের করি উচ্চমান,
অট্টালিকায় তুমি বা তোমরা
আমি আর কি!
শ্রমিক আমি,
শ্রম দিয়ে করি
তোমাদের অর্থ বাগান।
তোমরা অর্থ রাজ্যে রাজা,
তোমাদের চাউমিনের দাম
তোমাদের উচ্চ বিলাস জীবন
আমার ঘামে কেনা,
কারন! আমি শ্রমিক
ভোর থেকে রাত অবদি
ক্ষয়ে নিজ মান
প্রতিষ্ঠিত করি তোমাদের সম্মান।
আমি শ্রমিক
১লা মে
আমাকে নিয়ে সবার ব্যাথা
হাসি পায় বাকী ৩৬৪ দিন
কোথায় যায়
শ্রমিক নিয়ে মিষ্টি বাক্য,
হায়রে! দালাল নীতিবান
শ্রমিক আমি
আমার কি নেই মান সম্মান!!