দেশান্তরের এই দূর প্রান্তে
আমি কৃষ্ণচূড়ায় তোমার গন্ধ শুঁকি,
গোধুলি লগ্নের মিষ্টি উষ্ণতায়
তোমার উম খুঁজি।
প্রভাতের হিমেল সমীরণে
তোমার নিঃশ্বাসের ছোঁয়া মাখি,
সমুদ্র জলে মাথা গুঁজে
তোমার আঁচলের তৃষ্ণায় পুড়ি।
রাত-দুপুরে চাঁদের সাথে গল্প করি
চাঁদ যেন আমার হয়ে তোমায় ছুঁয়ে যায়,
ঝিঁঝিঁ পোকাদের ভালবাসার কবিতা বলি
যেন আমার হয়ে তোমার শ্রুতিতে মুধুর সুর বাজায়।
তোমার শূণ্যতায়
বিষাদের পাহাড়ে, যাতনায় মরি, মিলনের প্রতিক্ষায়।
০৪ঃ১০
১২/০৭/২০২৩ইং