তুমি কি ভুলে গিয়েছ?
নাকি ক্ষমা করে দিয়েছ!
তোমার কি একটুও রাগ হয় না?
নাকি ক্ষমতার লোভে সব কিছু ভুলে গিয়েছ?
তোমার কি একটুও প্রতিশোধের নেশা উঠে না!
নাকি বঙ্গবন্ধুর বাংলা সাজাতে সাজাতে খুব ক্লান্ত?

তুমি ভুলেই গিয়েছ ২৫ই মার্চের "সার্চ লাইট"
তুমি ভুলে গিয়েছ ৭৫'র  বীভৎস এক কালো রাত।

আমি প্রেসিডেন্ট শেখ মুজিবুরের সন্তান
শেখ কামাল বলতেই ব্রাশ ফায়ারে গেল প্রাণ,
তোরা আমায় কোথায় নিয়ে যেতে চাস?
বলতে না বলতেই মুজিবুরের দেহে বুলেটের বৃষ্টি,
দশ বছরের শিশু রাসেলের সেই করুন আর্তনাদ
ভাইয়া! আমাকে মেরো না,
আমি মায়ের কাছে যাবো,
চল! তোর মায়ের কাছে দিয়ে আসি বলেই
ঘাতকের দল বুলেট চালিয়ে থেমে দিলো আর্তনাদ,
ক্ষমা পায়নি সে ছোট্ট শিশু।

কি পাষণ্ড!
কি বীভৎস!
কি নির্মম!

তবুও তোমার ঘেন্না হয় না
একটুও যাতনা হয় না,
তবে-
আমি প্রতিশোধ নিতে চাই
আমি ফাঁসি দিতে চাই।

মুজিব পরিবার!
আমার কেউ না
এমনকি ৭৫'র পর আমার জন্ম,
তবুও আমার শরীরে শিহরণ জাগে
তবুও আমার মন কেঁদে উঠে
যখন সেই ১৫ই আগস্ট কল্পনায় বাসা বাঁধে,
তখন আমি চিৎকার দিয়ে বলতে চাই-
৭১ বা ৭৫এ যারা এই দেশ রক্ষা করতে চায় নাই
তাদের ফাঁসি দাও,
নচেৎ আমাদের তরুণ প্রজন্মকে ফাঁসির দড়িতে ঝুলাও।

আমি খুনীদের
খুনী প্রজন্মদের হত্যা করতে চাই।
আমি হত্যা করতে চাই তার প্রজন্মকে
যে মুজিবুরের গোলাম হয়েও খুনের কথা শুনে
বলেছিল হেয় ভাব নিয়ে-
So what?
Let vice president take over,
we have nothing to do with politics,
যে খুনের নেপথ্যে ছিলো
যে চার নেতার হত্যাকারীদের মদদ দাতা,
যে রাষ্ট্র ক্ষমতা নিয়ে মুজিব হত্যাকারীদের আশ্রয়দাতা,
যে স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়ে
বঙ্গবন্ধুর ইতিহাস মুছে দিতে চেয়েছিলো,
আমি তার শাস্তি চাই
তার প্রজন্মকে খুন করে আমি খুনী হতে চাই।