কোন একদিন ভোরের সমীরণে
তোমার কানে ভেসে আসে
বিদায় জানিয়েছি এই সুন্দর পৃথিবীকে
তবে ক্ষমা করে দিও,
সময়-অসময়ে সমুদ্র জলে পা ভিজিয়ে
অভিযোগের তীরগুলো ছুঁড়ে দিও
ধুমকেতুর পানে কিম্বা
দিগন্তের খোঁজে উড়ে যাওয়া পাখীদের দলে।
অতঃপর অন্যকোনো সাঁঝবেলায়
নতুন পর্বতের বুকে মাথা গুঁজে সুখ নিও; সুখে থেকো।
কোনো অভিযোগ রাখিনি আর
যা ছিল তা প্রকৃতির পদধূলিতে পিষে দিয়েছি,
এখন অভিযোগহীন, অনুযোগহীন
অজস্র জিজ্ঞাসার কঠিন উত্তরে ভেসে যাওয়া
আমি এক নিঃস্ব মানুষ।