বিশ্বাসহীনতার কালকূটে
আমি আজ কপর্দকদহীন।
নেত্রজলে নিশাকান্ত অমবস্যার গর্ভে
হঠাৎ হারিয়ে জীবন কান্তারে।
আমি চিন্তনে
তুমি প্রগলভ,
ঐদিনের আলেখ্যে
আমার রোদনে
ভারী হয় সমীরণ,
কিন্তু তুমি...!!!
আমি হয়তো সুকুমার নই
তবুও কৌমুদী হয়ে যাও,
হৃদিমন্দিরে রঙ্গম করে রাখতে
লড়বো নিজেকে হারিয়ে।