ক্লান্তি আর বিষন্নতায় যখন খুব বেশি একা
ঠিক তখনই প্রেম শিখিয়েছো আবার,
সেই প্রেমে ফিরিয়েছি আমার অনুভূতি
জাগিয়েছি আমার কামুক ঝংকার।

শীতের থরথর কম্পনে তুমি ছিলে আমার উত্তাপ
মখমল হাতে তুমি পরশ দিয়েছিলে উচাটন মনে,
আজ তুমি তারাদের হাতে বন্দি
আমি খুঁজি তোমায় রবি ঠাকুরের গানে।

নির্বাক ভুবনে আমি নির্বিকার
তুমি হিসেবের খাতা খুলে করছো হালখাতা
আঁধারে বসে ভাবি আমি, তুমি কি সেই? শিখেয়েছিলে প্রেম, করেছিলে উতলা।