এই অধুনাতন ক্ষিতিতে আমি সংহারক হতে চাই না
আমি হর্যকের মত ইনকিলাব করবো শুধু তোমার অন্তরে একটু স্থান পেতে।
রত্নাকরের যেমন শুক্তিতে লুকিয়ে থাকে মুক্তা
আমি তেমন তোমায় ধারণ করি।
তোমার মনোরথের বিরুদ্ধে ইনকিলাব গড়বো
তোমার ঈক্ষাতে ভালবাসার কোপল মহোর্মি তুলবো
আমি তোমার কুলোষিত নিতি ভষ্ম করবো
আমি তোমার ওকির জাঙ্গল ভাঙবো
আমি প্রেম বাত্যায় তোমার বুকে থই থই খুঁজবো।
আমি কোনো ওজর শুনবো না
আমি কালকন্ঠ হতে চাই না
আমি তোমার আসক্তিতে ভাবীকাল ময়ূখ করতে চাই।
হ্যাঁ! আমি অতিপ্রবল, আমি ছার
হতে পারি তোমার ঠাহরে।
তবে একবার তোমার তেষ্টার জল করো
আমি তোমার কাতোয়ান হয়ে রইবো আমরণ।
এই আমার আবেগ নয়
আমার বাস্তবতা, আমার ঐকান্তিক প্রতীতি।
১৪ঃ৩০
২৭/০৬/১৯ইং