মনে পড়ে সেই নুর জাহান গলি?
পড়ন্ত বিকেলে তুমি বারান্দায়
অচেনা গাছটির নিচে তোমার প্রতিক্ষায়
বৃষ্টির জলে নিজেকে হারিয়ে তোমাকে খুঁজেছি শত সন্ধ্যায়,
মনে পড়ে মনোলীনা?

কত দিব্যি! কত অঙ্গীকার!
সে ডিঙি নৌকায় হাতে হাত রেখে
ভালবাসার চিত্র এঁকেছি,
অজস্র কথামালার কু ঝিকঝিক রেল লাইনে
প্রেম কাব্যের পান্ডুলিপি লিখেছি,
লাল আভার চাদরে মুড়িয়ে অচিন পাখিদের
তোমার আমার বুড়ো হওয়ার গল্প শুনিয়েছি,
মনে পড়ে মনোলীনা?

প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম চুম্বন
মনের সিন্ধুকে তাক তাক করে
আমি এখনো যতনে রেখেছি,
তুমিও কি তোমার আলমারিতে সাজিয়েছো?

জ্বোৎস্না ভেজা উঠোনে তুমি যেন কি হারিয়ে নিশ্চুপ দাঁড়িয়েছিলে
আমি ভয় পেতে পেতে ভয়ের সিঁধ কেটে
তোমার সম্মুখে একগুচ্ছো গোলাপ নিয়ে
তোমাকে চমকিয়ে দিলাম।
মনোলীনা! মনে পড়ে সে রাত্রির কথা?

অনেকিদন পর গভীর রাত্রিতে
আজ আবার সে নুরজাহান গলিতে
বয়সের ব্যবধান প্রায় দুইযুগ পেরিয়ে,
সব কিছু অচেনা লাগছে।
তোমার আমার মত সব কেমন যেন বদলে গিয়েছে
কালো কুকুরটি নেই
ফুলগাছে সাজানো বারান্দাটিও কেমন যেন জীর্ণশীর্ণ হয়ে আছে।
তোমার বিরহ অভিমানে বিল্ডিং এর রং খসে খসে পড়ছে,
আগের জায়গায় সে গাছটি নেই, মন পোড়া গন্ধে ওখানে এখন ডার্স্টবিন।

বারবার প্রশ্ন করেও আজ অবদি উত্তর মিলেনি-
"সখী ভালোবাসা কারে কয়"

০৮ঃ২০
০৩/০১/২০২৩ইং