বিধর্মী জানে আমি মুসলমান
ধর্মের নেই কোনো আদর্শ,
আছে শুধু লোক দেখানো ভন্ডামি
দু'দদিনের দুনিয়াতে খুঁজি মিছে স্বর্গ।
এক আল্লাহ্ রাসুল মোহাম্মদ (সঃ)
ধরো আদর্শ, নামাজ করো প্রতিষ্ঠা,
হিংসা নয়, কালেমা রাখো অন্তরে
সহজ-সরল পথ হউক ঠিকানা।
মৃত্যুর ডাক আসিবে যখন
আজরাঈল নিবে রুহ সাত আসমানে,
শিরা-উপশিরা যাবে ছিঁড়ে; প্রাণ যাবে
উড়ে। পাটিতে নিথর দেহ, মৃত্যুবরণে।
ক্ষমতার দাপট, যৌবন রুপের অহমিকা
বাঁশের চাউনিতে মাটি হবে ঘর,
ধনী-গরীবের তবে কিসের ভাব-বাহাদুরি
নিঃশ্বাস গেলে কাছের মানুষ হবে পর।
স্বরন করো সাদা কাপড়, বরইপাতার গরম জল
কর্পূরে সাজানো মুখ, আগরবাতির গন্ধ,
স্বজনদের আহজারি, গুনগুন কলেমায় শাহাদাত
খাটিয়া কাঁধে চল্লিশ কদমে পৃথিবী চিরতরে বন্ধ।
কবরের কাঠগড়ায় বিচার হবে ভালো কি মন্দ
কি করিলাম, হায়! হায়! সুযোগ দাও আরেকটিবার
প্রভু তোমার সেজদায় রইবো চিরকাল
না! হবে না! চুলের প্রস্থে পুলসিরাত পার করো এইবার।