মেঘদূতের একটি বার্তা ছিল
যা অগোচরে থেকেই গেল,
রাশি রাশি বারিদের দল
দু'মেরুতে টলমল,
আচমকা নীলকমলের সনে
সখ্যতা গড়ে ধূসরতার সঙী বনে,
আয়োজন করলো অভিযোগের মেলা
সে গঞ্জে মেঘদূত নিরালোকে কাটায় বেলা।
অপলাপ নয়
মেঘদূত! সৌহাদ্র্য ঠসকে প্রণয়াকাঙ্ক্ষী ছিল
ঐ স্বকার্য চরিতার্থে নীলপদ্মকে করতে স্বীয়
নানান ছলে বৃষ্টি নামিয়ে পূজো দিল।
একদিন মরুপথে মেঘদূত, ভুল করে হিমালয় ঘেঁষে
নীলপদ্ম তখন অহেতুক দৌর্মনস্য খরাতে শুকিয়ে
রাচিতাঙ্গু পক্ষিণার মত এক ফোঁটা জলের নেশাতে
খেদ করে মেগদূতকে জমিয়ে দিল হিমালয়ের হিমানীতে,
মেঘদূত তার প্রণয়ে খাদ রাখেনি
নীলপদ্ম হয়তো তা প্রণিধান করতে পারেনি,
তবে পুনরপি হরিদ্বর্ণ গড়তে
মেঘদূত বারি হয়ে নামবে নীলপদ্মের জীর্ণশীর্ণ মলয়ে,
অতঃপর অধমাঙ্গে নিজেকে নিস্তেজ করে
এক বুক তৃপ্তি নিয়ে বেঁচে থাকবে অনন্তকাল।