আমি উদাসীন
আমি কষ্টপুরে থাকি
আমি নিরবে কাঁদাই, কাঁদি
কষ্ট নিয়ে চলি, কষ্ট ফেরি করি
আমি কষ্টের ফেরিওয়ালা।

স্বপ্ন দেখিছি সুখের শাসক হতে
তাই সুখের রাজ্য খোঁজে
সেইদিন রাজ্যপথে সবে যাত্রা একসাথে,
দু’কদম পা ফেলতে না ফেলতে বিবেক ক্ষয়ে
ইচ্ছার অজান্তে “ভুল” নামক যানবাহনে
উঠে গেলাম দু’জনে,
হঠাৎ উদাসীনতার প্রহসনে
অগনতি ত্রুটির সৃষ্টিতে
থমকে দাঁড়ালাম মাঝপথে।

কোথায় আমি? কষ্টপুরে!
একক বাসিন্দা হয়েছি,
বণিকও বটে
কষ্ট মজুদে, আমি কষ্টের ফেরিওয়ালা।

যাতনার প্রেমিক আমি
গুপ্ত মনে ভালবাসি
ভালবাসা দিয়ে কষ্ট কিনি,
অশ্রু ঝরিয়ে বিশ্বাসের দাম দিতে জানি
কিন্তু তুমি বুঝোনি,
তোমার অন্তর চিলেকৌঠায়
অহেতুক চিন্তার লালনে
গড়ে তুললে ভুল ভাবনার বসতি,
তাই আমার প্রতি
কোনো ভালবাসার জন্ম হয়নি, বরং
তোমার হৃদয়ে যতটুকু মায়া রেখেছিলে
তা তুমি ভুল বুঝে
সন্দেহের আগুন জ্বালিয়ে
কাছে থেকেও তুমি যোজন যোজন দূরে।

একাকীত্বের অভিশাপে
অনুভূতি হারিয়ে
নিজেক পুড়িয়ে
নির্জনে
ভালবাসি একান্ত মনে,
সময়ের স্রোতে
অহেতুক ব্যবধান সৃষ্টিতে
আজ আমি কষ্টের ফেরিওয়ালা।

নিষিদ্ধ হয়েছি
১৪৪ জারি তোমার অন্তর বাগানে
তাতে কি?
ভ্রমর বেশে
সেই বাগানে
নিশ্চিত আমি ভালবাসার ফুল ফুটিয়ে
সাজাবো নতুর বাসর, সে তোমাকে নিয়ে।

চাঁদ-সূর্য যেমন আকাশে
পৃথিবী যেমন সৌরজগতে
অমাবস্যা যেমন কালো রাতে
জোনাকি যেমন পুর্ণিমাতে,
আমিও তেমন অনীহা সরিয়ে
ভালবেসে, ভালবাসা রেখেছি একান্ত গোপনে।

ভুলের সমাহারে
যে ভাবনাদের সৃষ্টিতে
তুমি-আমি কাছে থেকেও দূরে
সেই ভুল পোড়াবো কষ্ট আগুনে,
অতঃপর
অনুতাপের দহনে এই আমি
আবার প্রেমিক মনে প্রেমিকার তরে
আবেগ, অনুভূতি, বিশ্বাস দিয়ে কষ্ট কিনে
কষ্টের বিনিময়ে
ভালবাসার রাজমহল গড়ে
সেই রাজমহলের প্রেম মসনদে
তুমি হবে রাণী, আর আমি ভালবাসার বিনিময়ে
কষ্ট কিনে
তোমার হাসি ফোঁটাতে
আমি তাই কষ্টের ফেরিওয়ালা।

রচনার সময় কালঃ ২০:২০
০৯/০৩/২০২১ইং