নদীর ঢেউ আর বয়স থেমে থাকে না
প্রকৃতির বলয়ে চলছে, চলতে থাকবে
আমরা বুঝি অথচ আমাদে ভয়ংকর ক্ষুধা, আমরা অহংকারী,
আমাদের আভিজাত্যের ক্ষুধা
ক্ষমতার লালসা, হাজার কোটি টাকার দাম্ভিকতা,
রুপের অহংকার, যৌন কামনায়
আমরা হয়েছি মানবতাহীন এক ধরণের হিংস্র বন্য প্রাণী।
নিজস্বতা বলতে আমাদের কি আছে?
কারো বংশমর্যাদা, কারো শিক্ষাদীক্ষা
কারো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ক্ষমতা
কিম্বা কারো অবৈধ অর্থের বিলাসিতা!
সুঠাম দেহ বা রুপ! বিশ্বাস করো, এইসব কিছুই আমাদের নয়।
নিঃশ্বাস আছে বলে তুমি আমি ধরণীর ভোগে মত্ত।
বৃদ্ধ মানুষটির পাশে দাঁড়িয়ে একটু ভেবে দেখো
তিনিও একসময়ে তোমার মত তাগড়া যুবক ছিল।
বৃটিশকালে রাজা, জমিদার যারা ছিল তাদের উত্তরসূরীদের খবর নিয়ে দেখো
এখন তারা কোথায় আছে, কেমন আছে?
যারা এখন সমাজের আধিপত্যে ক্ষমতাবান
একসময়ে ক্ষুধার জ্বালায় কত শত রাত কেটেছে
তা এ প্রজন্মের অজানা বলে আমরা বড়সড় এক হিংস্র জাতি।
মৃত মানুষটির পাশে দাঁড়িয়ে একটু ভেবে দেখো
তোমার ক্ষমতা ছিল, তোমার আভিজাত্য ছিল,
তুমি সুঠাম দেহের ছিলে, তুমি রূপে রূপবতী ছিলে,
তোমার ক্ষুধার জ্বালা ছিল, তোমার যৌনতা ছিল
তুমি অট্টালিকার লড়াইয়ে ছিলে, তুমি ফুটপাতে ছেঁড়া কাঁথায় ছিলে।
অথচ আজ নিঃশ্বাস নেই তাই মাটি চাপা দিতে ব্যস্ত, পুড়তে মরিয়া।
শুধু প্রতিক্ষায় আছি
জেগে উঠবে সাম্যতা, জ্বলে উঠবে মানবতা
উঁচুনিচু ভেদাভেদ ভুলে জন্ম হবে নতুন এক পৃথিবী।
১২ঃ৪৫
২৬/০৪/২০২৪ইং