কখনো কখনো জীবনের পথ বড্ড ফ্যাকাসে
অন্ধকার, আলো , হাসি , বেদনা, যাতনা
এইতো নীল, ধূসর রঙে
সাজানো সময়,
এটাই তো প্রকৃতির অমোঘ নিয়ম!
আলোর বিপরীতে অন্ধকার চিরন্তণ
বলে আমিও ঢের অন্ধকারে খুঁজি মানবতা,
পাছে লোকের কাজ বলা, বলবেই, বলুক,
আমিও কম কিসের!
জ্যোৎস্নার আলোয় নিজের ছায়াটাকে আপন করে
বিলিয়ে দিবো পূর্ণিমা ভরা ভালবাসা।