শ্রমিকের টাকা মারি
এসি গাড়ি, দ্বিতল বাড়ি,
মাঝে মাঝে মসজিদে দান
এ কেমন মুসলমান!

এতিমের টাকা কাড়ি
সন্তানের বিলাসীতা গড়ি,
মাঝে মাঝে মাদ্রাসায় দান
এ কেমন মুসলমান!

সাঁঝ-ভোর দোকানে
গীবতের আখড়া সবখানে,
মুখে দাঁড়ি সিগারেটে টান
এ কেমন মুসলমান!

বাহারী বোরখায় ঢুকে
প্রেম-পরকীয়ায় সুখ খুঁজে,
মাঝে মাঝে পরনিন্দার গান
এ কেমন মুসলমান!

মাতা-পিতা অবহেলাতে
স্ত্রী সন্তান ফূর্তিতে,
মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে দান
এ কেমন মুসলমান!

ঘুষখোর, সুদ কারবারি
নামাজ পড়ি, রোজা রাখি,
বছর শেষে হজ্জ-ওমরায় যান
এ কেমন মুসলমান!

মুখে মুখে ধর্মের বাণী
কাকে ধরি, কাকে মারি,
ছদ্মবেশে বেশ্যার ঘরে রাত কাটান
এ কেমন মুসলমান!