১.
ইমাম সাহেব ওয়াজ করেন ধর্মবাণীতে
অথচ মসজিদের পাশের বাড়িতে
গান-বাজনা শেষে
দু'চার পয়সা নিয়ে
বিয়ে পড়ান,
এই কেমন ধর্মপ্রাণ!

অমুক কাফের তমুক নাসারা
অথচ নিজেরাই ধর্ম ছাড়া,
রাত-বিরাতে যারা কুরআন-সুন্নাহ এড়িয়ে যান
তাদের মুখে ধর্মের বাণী বড়ই বেমানান।

২.
ও ভাই! নবী রাসুল সাহাবিদের উপমা ঝাড়েন,
খোদার খুশিতে
বিনা স্বার্থে
ধর্ম প্রচারে
নিজেদের তাঁরা সঁপেছিলেন,
তবে তোমরা কেন-
এতো বিলাসী
হোটেল দামী
খাবার দামী
সাথে এখন মানবিক নারী,
তোমার কেমন ধর্ম লালন!
এ কি তোমার ধর্ম পালন?

৩.
ধর্মের নিষেধ কতজনই মানেন!
ধর্মের আদেশ কি জানেন?

পরনিন্দা
মানব হত্যা,
লোভ-লালসা
হিংসা,
শঠতা
কপটতা,
বিশৃঙ্খলা
মিথ্যা বলা,
খুন
ধর্ষণ,
হারাম বর্জন
অন্যের অনিষ্ট সাধন,
রাহাজানি
মারামারি,
আরো অজস্র বিধি
এইসব জায়েজ কোন ধর্মেতে
একটু বলেন।

৪.
অথচ লেবাসধারী ভন্ডরা
এইসব করেন অন্তরে লালন,
তবুও তারা দাবী করেন
তারা নাকি ধর্ম করে পালন।

আমি তাদের ভন্ড বলি
যারা নিত্য নতুন নিজ স্বার্থে ফতোয়া ছাড়েন,
কারণ ধর্মের অন্তরালে
তাদের কাছে সব জায়েজ সব করেন।

এই কেমন ধর্মপ্রাণ
সহজসরল মানুষ তুমি
হও এইবার বিবেকবান।