আমি সুকান্তের মত
সূর্যকে ঝলসানো রুটি ভেবে
ক্ষুধা নিবারন করতে পারবো না,
আমায় এক মুঠো ভাত দে
নচেৎ তোদের মগজ মাংস খাবো,
অথবা আত্মহননে তোদের কলঙ্কিত করবো।
আমি ক্ষুধিরামের মত
ইতিহাস সৃষ্টিতে
ফাঁসির মঞ্চ মেনে নিতে পারবো না,
আমায় বস্ত্র দে
নচেৎ উলঙ্গ হয়ে
তোদের আলিশান বাড়ির সামনে মৃত্যুর প্রহর গুনবো,
অতপর তোদের গাড়ির কাঁচ ভেঙে
নিজেকে রক্তাক্ত করে তোদের রঞ্জিত করবো।
আমি লালনের মত
ঐ পথে প্রান্তরে ঘুরে
গান ফেরি করে জীবন সাজাতে পারবো না,
আমায় বাসস্থান দে
নচেৎ তোদের বাড়ির আঙিনায়
মানুষের পটি দিয়ে পাহাড় গড়বো,
তারপর সেই পাহাড়ে নিজেকে পঁচিয়ে
তোদের নাসিকায় আজীবনের দুর্গন্ধ ছাড়বো।
অন্ন-বস্ত্র-বাসস্থান যদি না দিতে পারিস
তবে পাক-হানাদারদের মত
বধ্যভূমিতে আমাদের নিয়ে যা,
তারপর বুলেটের বৃষ্টিতে ছিন্নমূল কবরস্থান বানিয়ে
অতঃপর তোরা সুখে থাক।
১৩ঃ১৫
২৭/০৫/২০২১ইং