প্রথম দেখা স্বপ্নের মৃত্যুতে হয়েছিলাম জীবন্ত লাশ।
নতুন করে এক ঝলক স্বপ্ন উঁকিতে
নিজের মন সত্ত্বায় দু'পক্ষের মল্লম যুদ্ধ।
তুমুল যুদ্ধে হঠাৎ করে কে যেন কানে কানে বলে দিল
এই তো সে, যাকে পেতে নয়, নিজেকে দিয়ে দিতে এত বছর ধরে একা হাঁটছি।
কিন্তু
তোমাতে তুমি রেখেছো অন্য কেউ।
আর তুমিও আমার সে নও, তবে কেন এতো ভালো কি খারাপ লাগা!
তবে কেন হৃৎস্পন্দন স্পন্দিত?
তুমি যদি আমার সে না হও,
তবে কেন তোমার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে একা দাঁড়াতে দ্বিধাবোধ হচ্ছে না আমার?
হৃদয় বলছে
হ্যাঁ বলছে, আমি পাপিষ্ঠ।
বিবেক কুঁকড়ে কুঁকড়ে খাচ্ছে আমার ইচ্ছা,
কেন স্বপ্নকে শুধু গলা টিপে মারার প্রয়াস?
অদেখা ভবিষ্যৎ যদিও শূণ্য
তবে হৃদয় কেন অবিচল তোমার পক্ষ নিচ্ছে?
কখনো হাত ছুঁয়ে দেখার ইচ্ছে হয়নি তবে
একসাথে হাসতে চেয়েছি, একসাথে কাঁদাতে নয়।
একসাথে বৃষ্টিতে ভিজতে চেয়েছি, পুড়তে নয়।
একসাথে যন্ত্রণাকে দাফন করতে চেয়েছি, বিরহ নয়।
তবে,
যদি বিশ্বাস আর সম্মান নিয়ে পাশে চলো
আমিও তোমায় সারা বাগান ভেঙ্গে হাস্নাহেনা ফুলের সুগন্ধি মিশ্রিত বিশ্বাস দিবো,
চোখে চোখে রাখবো,
সব দুর্নিবার দূরত্বের কষ্ট আমি উড়িয়ে দিবো।
তোমার অস্থিরতা আমি শান্ত করবো।
তোমার সব অতৃপ্ততা আমি আমার আগুনে পুড়িয়ে দিবো।
তোমার অভিমানে জল আমি ঠোঁটে ছুয়ে মুছে দিবো,
তোমায় রাখবো আমি সঙ্গীতের মূর্ছনায়।
আমি ভালোবাসবো তোমার সুগন্ধি,
তোমার প্রতিটি মুহূর্ত করে তুলবো প্রথম মুহূর্তের পুনরাবির্ভাবের পুলকে।
আমি বুঝে নিবো তোমার সব সুক্ষতা,
আমি চিনে নিবো তোমার সব চাতুর্য।
আমি বাস্তব করবো তোমার সব কল্পনা,
মিটাবো তোমার সব উত্তেজনা।
তোমার সব শীতলতা আমি উষ্ণ করে দিবো,
তোমার আসক্তিতে আমি সবসময় স্পর্শ দিবো।
তুমি খুশীতে হাসবে আমার কৌশলে,
কষ্ট কখনো তোমায় খুঁজে পাবেনা।
তুমি যদি অত্যাচারের তীব্রতা আর ঘৃনায় সুখ খুঁজতে চাও,
তবে বৃষ্টির জল দেখতে দেখতে তোমার নিয়ে আমি খেলবো,
খেলতে খেলতে তোমায় অসহায় করবে না পাওয়ার যন্ত্রণা,
তোমায় একা বইতে দিবো না সেই বিরহ যন্ত্রণা।
দ্রোহের যন্ত্রণায় লাল হওয়া তুমিতে আমি সবুজে সাজাবো।
ক্রোধে বের হয়ে আসা তোমার কান্না
আমি থামাবো।
তোমার গোপন প্রকাশ্য সব রুচিতে আমি পাশে থাকবো,
যদি হেরে যাও নিজের কাছে,
আত্মসমর্পণ করে ফেলো, তবে ভালোবাসা জড়িয়ে দেবো তোমার পরতে পরতে।
তোমায় ঘেরা প্রকৃতির সব অসমতায়, দুঃসংবাদে, সুসংবাদে ,শোকে, মৃত্যুতে,রোগে ব্যর্থতায়, বিচ্ছিন্নতায় আমি ছায়ার মতো থাকবো, তোমায় সঙ্গ দিতে সর্বদা।
কিন্তু যা হওয়ার নয় তা কেন চাওয়া-পাওয়ার পৈশাচিক, বর্বর এক ইচ্ছা?
যে ইচ্ছের সমাধান শুধুই সাড়ে তিন হাত মাটির নিচে ঘুমিয়ে যাওয়া।
তবে ভয় কিসে? নাহয় আজ মিথ্যা শান্তনাতে বিপরীত অনুভূতির জন্মে আমি ঘুমিয়ে পড়লাম না ,
তবে ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়বো কোনো একদিনের রাতদুপুরে।
২২ঃ৩০
২৭/০৫/১৯ইং