সেইদিন ট্রাফিকের সিগন্যালে দাঁড়িয়ে
তুমি তাকিয়ে দেখছিলে আমার চলে যাওয়া
আমিও কষ্টের পাথরটা কাঁধে নিয়ে
শীতভোরের কুয়াশার মত অশ্রু ঝরিয়ে
হেঁটে গেলাম শকুন্তলায়

বিশ্বাস করবে?
স্বপ্নগুলো বিষাদের প্রান্তরে
এক ফোঁটা জল খুঁজে,
হৃদয় মরুভূমিতে অবিশ্বাসের আগাছায়
চাওয়া-পাওয়া হয়েছে লজ্জাপতি
দিনান্তে রুষ্ট বাক্যে বেহিসেবী মন বলে
কোথায় আজ তোদের সেই প্রতিজ্ঞা?

প্রতিশ্রুতিতে ছিল যাবো না যোজন যোজন দূরে
পাশে রইবো শত আঘাতে লাঞ্ছনায়
তবে আজ শুধু রয়েছি অন্তর কার্নিসে
দিগন্ত থেকে দিগন্তের ব্যবধানে বসবাস

ছলণার গোল্লাছুটে
বিশ্বাসের হিমালয় গলতে গলতে
কতটা ব্যবধান তোমার-আমার!!!

১৭:৪০
২৮/০৭/১৮ইং