অমবস্যার অন্ধকার গলিতে
শুনশান রাত্রির গর্ভে
এক বিষাদময় ছায়াছবি দেখছি।

রাত জাগা বেশ্যাটি
খদ্দেরের নিচে শুয়ে ভাবে
এরাও বুঝি মানুষ!

ফুটপাতের অঙ্গহীন ক্ষুধার্ত শিশুটির
করুন চাহনীতে প্রশ্ন তুলে
আমিও বুঝি মানুষ!

সত্তর বছরের বৃদ্ধা ছেঁড়া লুঙি পরে
ভিক্ষার থালায় প্রশ্ন রাখে
আমরাও বুঝি মানুষ!

অসহায় কুকুরটি ডাস্টবিনের পাশে
ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে ভাবছে
এরাও বুঝি মানুষ!

রাজনৈতিক মঞ্চের সামনে দাঁড়িয়ে
চাপা কষ্টে দিনমুজর হাসে
মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিগুলো বুঝি মানুষ!

উপকৃত হওয়া মানুষটির পাশে
আমি ভাবি
কতটা নির্লজ্জ! কতটা অকৃতজ্ঞ হতে পারে মানুষ!