আজকাল ভালবাসায় যেন
ভালবাসার মৃত্যু হয়ছে
প্রেম ফাঁসিতে ঝুলছে
নষ্ট চাহনিতে হারিয়েছে
আবেগের লগন।
কি বিষাদ! কি বিষাদ! প্রেম নাকি
দেহভোগে চাহিদা মেটানো!

দেহভোগে ভালবাসতে ব্যকুল
সে ভালবাসা ক্ষণিকের,
এই প্রেম শুধু চাহিদা!
চাওয়ার পাওয়া শেষে
প্রিয় মানুষটিকে একা ফেলে
পিছু ফিরে না আর,
তারপর সেই স্মৃতি নিয়ে
বেঁচে থাকার নাম
আজকাল ভালবাসা।

ভালবাসা! সেতো ইউসুপ জুলেখা
রাধা কৃষ্ণ, শিরিন ফরহাদ
কমলার বনবাসে ইতিহাস।
আজকাল ভালাবাসায় প্রেম
পঁচে গলে একদম দুর্গন্ধ ছড়াচ্ছে
তবুও ছলণাবিহীন প্রেম খুঁজি
পাখীদের নীড়ে, রাতের জোনাকিতে
বৈশাখী ঝড়ো হাওয়ায়
রামধুনুর আল্পনায়, শরতের নীল গগনে।

চলো, দুইজনে সাজাই স্বপ্নগুলো
আজকালের ভালবাসা দিয়ে নয়,
শাহজাহান মমতাজ, লাইলি মজনুর
ভালবাসায় আবার রাঙাই জীবন।
তীব্র থেকে তীব্রতর প্রেমে
কাছে টেনে দুজন দুজনকে
নিঃশ্বাস রবে যতদিন থাকি পাশে।