ঠোঁট পুড়ে ছাই হোক সিগারেটে
তাতে কি!
কেউ কি আর আসবে চুমো আঁকতে,

বিশ্বাসে ঘা হয়েছে, পোঁচা গন্ধ হৃদয়ে
কেউ চলবে কি!
গন্তব্য নেশায় ক্রোশের পর ক্রোশ একসাথে,

অনুভূতির পৃষ্ঠাগুলো ছলণায় খেয়েছে
আবেগের জন্ম হবে কি!
আরেকবার ভালবাসার বাগান সাজাতে।