টুঙ্গী পাড়ার ছেলে
          আকরাম সরকার
---------------------------------
টুঙ্গী পাড়ার ছেলে
সামনে তোমায় পেলে
নয়ন জুড়ে মন ভরে
থাকতাম আমি চেয়ে।

টুঙ্গী পাড়ার ছেলে
কাছে তোমায় পেলে
বুকের মাঝে সকাল সাঁজে
বিকেল সন্ধ্যা চোখের ভাঁজে
রাখতাম আমি গলে।

টুঙ্গী পাড়ার ছেলে
থাকি দুটি বাহু মেলে
কাছে এসে অঙ্গে মিশে
বুকের সাথে বুকটা ঘষে
হাতের পাঞ্জায় হাতটা কষে
দিতাম শক্ত করে গিঁট
তোমার জন্য এনে দিতাম
রাজ প্রাসাদের সিট।

টুঙ্গী পাড়ার ছেলে
মনের সঙ্গে মনটা মিলে
উড়ে যেতাম শঙ্খ চিলে
ঝর্ণা হয়ে ঝরতাম আবার বিলে
সেথায় আবার শাপলা শালুক
অনেক মিলে
অল্প কিছু নিতাম তুলে
হাসি মুখে দিতাম এনে
মায়ের কোমল কোলে।

টুঙ্গী পাড়ার ছেলে
আমি পুনঃর জনম নিলে
তোমার নামের নামটি রাখবো আমার
শেখ মুজিবুর রহমান
তোমার কীর্তি তোমার মান
আমার মনে থাকবে বহমান।