শ্রমের ধোঁকা
        আকরাম সরকার
-------------------------------------------
খিদার জ্বালায় উপোস থাকি দিন হতে রাত্রি
খাবর কোথাও চাইলে বলে আছে নাকি পাত্তি।
পাত্তি খোঁজি হন্ন হয়ে গা ভাসিয়ে রক্ত পানি ঘাম
তবুও মোড়া পাইনা প্রভু খাটার কোনো দাম।
সারাবেলা জোগাড় খেটে ও পাইনা ন্যায্য মূল্য
ন্যায্য মূল্য চাইলে উপহাসে বানায় কুকুর সমতুল্য।
ন্যায্য দাবী চাওয়ায় গায়ে তোলে নিষ্ঠুরতার  হাত
আমরা গরীব মানুষ বলে নেই কি মোদের জাত ।
তবু্ও তাদের তরে কামলা খাটি দিবানিশি নিত্য
মোদের শ্রম বেচে তারা গড়ে অর্থ কড়ি বিত্ত।
খেটে খাওয়া গরীব বলে পেলাম শুধু ধোঁকা
আমরা গরীব পথের ধারে অনাহারী ভূক্ষা।