আমার কাছে স্মৃতি আছে
একটা গুদাম ভরা
সেই গুদামের মালিক আমি,
স্মৃতি নিবি নাকি তোরা?
নিবি নাকি স্মৃতির মালা
হাতের বালা ঘড়ি
এতো স্মৃতি নিবি কিসে?
রেল বাস নাকি তরী।
পুতুল স্মৃতি, মুকুল স্মৃতি
খেলার স্মৃতি, মেলার স্মৃতি
গোসল স্মৃতির দিন
একটা স্মৃতির এতোই দাম
সুদ হয়না ঋণ
আরো আছে মনের কাছে
সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি
নগদ স্মৃতি, বাসি স্মৃতি
স্মৃতির পবন ধরা।
এতো স্মৃতি নিবি কিসে
ও মানবী তোরা?
এই-যে বিশাল স্মৃতির গুদাম
আগলে রাখি আমি
সবার কাছে তুচ্ছ হলেও
আমার কাছে দামী।