সেই দিন থাকবে না
আকরাম সরকার
---------------------------------
সেই দিন এই মাঠ থাকবে না'তো জানি
থাকবে না'তো এই মাঠের রূপবতী রূপ খানি।
সেই দিন থাকবে না'তো মাঠ ভরা সোনালী ফসলের ধ্বনি
থাকবে না'তো আর ঘরে ঘরে ধান বানার ঢেঁকি খানি।
সেই দিন থাকবে না'তো চাষা পুষা রাখালের বাঁশি
থাকবে না'তো আর পল্লী গ্রামে নবান্ন উৎসবের হাসি।
সেই দিন থাকবে না'তো কৃষাণীর কাকে পিয়াস জলের কলশী
থাকবে না'তো ফুলের পরাগ ধানের শীষ রাশি রাশি।
সেই দিন থাকবে না'তো মাঠে হালের বলদ লাঙ্গলের ফালা
থাকবে না'তো কৃষাণীর হাতে ধান ঝাড়ার চালা।
সেই দিন থাকবে না'তো মাঠের সাথে জলাশয়ের মিল
থাকবে না'তো ধবল সারস আর মাছ খেকো শঙ্খ চিল।
সেই দিন থাকবে না'তো সবুজ তৃণ্য হবে শূন্য মরু
থাকবে না'তো মাঠে পুকুরের বাঁধে ছায়া নীড় তল্লাটে তরু।