সকাল
আকরাম সরকার
--------------***------------
সকাল শিশির ভোরে
পাখি ডাকে, মোরগ ডাকে,
ডাকে আমার মায়,
তবুও আমার চোখে
অলসপুরের ঘুম টা কেনো পায়।
সবাই বলে অলস ছেলে
অলস আমি নই,
ঘুমের বানে বান করিয়া
চোখ বুজিয়া রই।
চোখ বুজিয়া স্বপ্নে আমি
পরীর সনে পরীর দেশে যাই
পরীর হাতে হাত ধরিয়া
ঘুম পুকুরে নাই।
এমন সময় কানের ধারে
দিদি এসে কয়,
মা'তো এখন ভীষণ রেগে
লাঠি হাতে আসছে বেগে,
যদি মার না খেতে চাস
থাকিস না আর শুয়ে খাটে
শিউলি ফুল তুলতে যাবো
যাবি নাকি পদ্মা নদীর ঘাটে।