রক্ত দোষ
আকরাম সরকার
---------------------------------
তোমার সঙ্গে নিত্য বিবাদ
আর সহে না প্রাণে,
দিনে-রাতে অসিল কথা
লাগছে আমার মানে।
দিনে-রাতে হচ্ছ তুমি
দুটি চোখের বিষ
সবই তোমার বাজে সভাব
রক্তে আছে মিশ।
তুমি এমন রক্ত দূষি
জানতাম না তো আগে!
রক্ত তোমার বংশ দোষ
সভাব নষ্ট তোমার রাগে।
বংশ দোষে মনের গোশে
বেজায় তুমি নষ্ট
সময় যত গড়াবে তোমার
পাবে তুমি নিন্দা ঘৃণার কষ্ট।