পথে থাকে পায়ের ধুলো
শিশির থাকে ঘাসে,
পথে থাকে অনাথ শিশু
ধুলো মেখে হাসে।
ধুলোই আমার আদর কদর
ধুলোয় ঘা ধোয়া
জন্ম থেকেই অনাথ আমি
পাইনি মায়ের ছোঁয়া।
ছোঁয়নি মাতা পাইনি আঁচল
পাইনি মায়ের কোল
ময়লা জমা স্তুপের পাশে
ঘুমায় উদাম আদল
উদাম আদল মায়ের বদল
কুকুর করলো আপন
শীতের রাতে ঘাটা ঘেঁষে
কমায় শীতের কাঁপন।