নিঃস্বার্থ
আকরাম সরকার
--------------------------
লোকটি ভালোই ছিলো
কিন্তু পায়নি কোথাও মূল্য
শুধু পেয়েছে লাঞ্ছনা বঞ্চনা
অবহেলার আর তাচ্ছিল্য।
লোকটি ভালোই ছিলো
ভয় ভীতি নেই তাতে
বুকভরা সাহস কাজে ছিলো জশ
রক্ষা কবজ ছিলো হাতে।
লোকটি ভালোই ছিলো
তবে বেকার দরিদ্র ছিলো বিত্তহীন
পায়নি কলমের দাম কপালে
জোটেছে অপবাদের খ্যাতাবি নাম।
লোকটি ভালোই ছিলো
মুখে প্রতিবাদী কন্ঠ সুর
পায়নি কন্ঠের দাম পেয়েছে
শুধুই অবহেলা দোর
লোকটি ভালোই ছিলো
কিন্তু জীবন পুরোই ব্যর্থ
ভাগ্যের হাতে খেয়েছে মার
তবুও চায়নি নিজ স্বার্থ।