মৃত্যু খেলা
   আকরাম সরকার
-------------------------------------
শহর জুড়ে মৃত্যু খেলা,
ফুরিয়ে এলো জীবন বেলা।
কাছের মানুষ দূরে হারায়,
আমি বন্দী একলা পাড়ায়।
একটু যদি পথে দাঁড়াই,
পুলিশ এসে মহিষ তাড়ায়।
হায়রে জীবন নাইরে মায়া!
পথে নামিস কেন বেহায়া?
পেটের ভিতর ক্ষুধার যম
বাড়িতে যা কথা কম।
বাড়ি গেলে খাবো কি?
তোর জন্য মরবো কি?
ফিরে এলাম পেটের ক্ষুধা নিয়ে,
মৃত্যু গেলো আমার জীবন ছুয়ে।