মৃত্যুর ঘ্রাণ
আকরাম সরকার
তোমার বিশাল বিষের শহর
শ্বাস নিতেও ভয়।
না জানি কখন আমার
প্রাণের বিনাশ হয়।
তোমার শহর জুড়ে প্রাণঘাতী
মৃত পুরীর ঘ্রাণ,
হঠাৎ করেই মৃত্যুর কোলে
ঢলে পড়ার টান।
তারপর ও তোমায় আমি
অনেক ভালো বাসি
হাসি মুখে তোমার শহরে
মৃত্যু পেতেই আসি।
তাই হাসি মুখে মৃত্যুকেই
করে নিয়েছি বরণ
হঠাৎ করেই শুরু হয়
চোখের অশ্রু ক্ষরণ।