মরিচীকার চোখ
আকরাম সরকার
------------------------------------
আকাশ জুড়ে কালো মেঘ
চোখে বিষন্নতার শ্রাবণ,
দিবস কালো রজনীতে
নয়ন ভূমিতে প্লাবন।
নয়ন আমার অদেখার রুগী
ভোগে অপূর্ণতায়,
তোমার একটু দেখা পেলেই
নয়ন ভরে পূর্ণতায়।
পূর্ণ জলে ভর্তি সাগর
উতালপাতাল ঢেউ
আমার দুঃখ আমি পুষি
দেখতে আসে না কেউ
কেউ দেখেনা কেউ জানেনা
চোখের জলের রং,
খরায় শুকিয়ে মেঘে বিজিয়ে
চোখে মরিচিকার জং।