মা হীনা রাত
   আকরাম সরকার
-----------------------------
দিনের প্রহর শেষ হতেই রাতের প্রহর শুরু
নিশি রাতে মা তুমি হীনা বুকটা কাপে দূরু দুরু।
নিশি কালে ঘরের কোনে প্রদীপ জ্বলে নিভু নিভু
তুই হীনা শূন্য নীড়ে একলা আমি কাবু।
একলা আমি নিশি জাগি পায় না চোখে ঘুম
ঘুমের ঘুরে কপাল মাঝে তুমি হীনা দেয়না কেউ চুম।
আদর করে দিতে মাগো আঁচল মাথায় বুজে
তুমি হীনা পাইনা মাগো তোমার কোল খুঁজে।
রাত্রি যখন জাগতাম আমি বকতে আমায় রেগে
তুমি হীনা বলেনা কেউ আছস কেনো জেগে।
জেগে জেগে এখন আমি প্রহর একাই গুনে যাই
মা হীনা রাত একলা আমার বড্ড কান্না পায়।
কোথায় চলে গেলে মাগো আমায় একা রেখে
হৃদ পিঞ্জিরায় রাখলাম মাগো তোমার স্মৃতি একে।