ছড়া ৩
আকরাম সরকার
----------------
জলের বুকে মহা সুখে ঘুমায় সোনার তরী
খোকার চোখে ঘুম আয় আয়রে ভুরী ভুরী।
পাল তুলে আয়রে মাঝি নিয়ে ঘুমের নাও
কুজু বুড়ীর আগে খোকন তুমি ঘুমিয়ে যাও।

পাখি ঘুমায় নিজ ঘরে সবুজ গাছের  মগ ডালে
মা চুমু খায় অতল ঘুমের খোকার নরম গালে।
পুকুর তলায় নরম কাদায় শ্যাওলা ঘুমায় ঘন
খোকার চোখে ঘুম দিয়ে যা প্রতি জনো জনো।

আকাশ কোলে মাথা রেখে চাঁদ মামা দেয় ঘুম
মায়ের কোলে ঘুমায় খোকা রাত্রির নিঃঝুম।