ব্যাথার প্রতিদান
আকরাম সরকার
তোমার মাথায় হাতটি রেখে
শপথ আমিই নিলাম
বিনিময়ে কাঁটার আঘাত
দেহ জুড়ে পেলাম।
দেহের আঘাত সহে নিলাম
কথার আঘাত নয়
তোমার ছোঁড়া কথার বাণে
প্রাণ হারানোর ভয়।
ভয়ে পরাজিত হয়নি আমি
হার নিয়েছি মেনে
কষ্ট জমা হৃদয় আমার
সবই গেছে জেনে।
সুখের হাসি কেড়ে নিয়ে
দুঃখ আমায় দিলি।
চোখের জলে মিষ্টি হেসে
দুঃখ আমি গিলি।
দুঃখ আমি গিলে গিলে
হলাম দুঃখের ধনী ভালোবেসে অবশেষে
হলাম চির ঋণী।
ঋণের দায়ে পাওয়া আঘাত
সবই তোমার দান
হৃদয় ক্ষত, জ্যান্ত শব,
চায়না প্রতিদান।