বাংলার ছেলে
       আকরাম সরকার
-------------------------------------------
আমি বাংলার ছেলে, বাংলার বাঘ,বাংলা করেছি জয়
বয়স আমার আঠারো আমি মাথা নোয়াবার নয়।
আমি বাংলার ছেলে, কখনো বাঘ,কখনো পাগলা ঘোড়া, কখনো ঝড়ের গতিতে ছুটি
বাংলার বিরুদ্ধে আওয়াজ দিলে চেপে ধরবো টুটি
বয়স আমার আঠারো আমি ভাসানীর কৃষক শ্রমিকের লাঠি।  

আমি বাংলার ছেলে রক্ত গরম চোখে দাবানলের আগুন
পুড়িয়ে ছাই করে দিবো থাক হুশিয়ার সাবধান
বয়স আমার আঠারো আমি বিদ্রোহী নজরুলের বিদ্রোহী গান।

আমি বাংলার ছেলে সাহসী বীর, বাংলার বিষাক্ত বাণ
লড়তে আসলেই ফাও খোয়াবি প্রাণ,
বয়স আমার আঠারো আমি বীর রুস্তমের তরবারির সান।

আমি বাংলার ছেলে গা'তে বাংলার মাটি, বাংলার পথে যুগ যুগ ধরে হাটি
আসুক যত জঞ্জাল, পায়ের নিচে পিশে ফেলবো গড়তে দিবোনা শত্রুর ঘাঁটি।
বয়স আমার আঠারো আমি তিতুর বাঁশের লাঠি।

আমি বাংলার ছেলে বাংলায় কথা বলি
বাংলায় মাকে ডাকি
ভাষার পানে নজর দিলে তুলে ফেলবো তর আঁখি
বয়স আমার আঠারো আমি শেখ মুজিবের নতুন দিনের পাখি।