আলো-আলো চার দিকেতে, কোন আলোর এই সাজ?
খুব কাছেতে থাকলেও যেনো বহু দূরে তাজ
এই আলোটির ক্যান যে এত শীতল, শীতল তাপ !
ভোর আঁধারে কন-কন শীতে  ঠন-ঠন উঠে কাঁপ ৷

কিচির-মিচির, ঝুম-ঝাম শব্দে পাখিরা কোথায় যায়?
আমরা কিছু দেখিনা চোখে, পাখিরা কি ভাবে চায় ?
জানো নাকি তোমরা কেউ এই সাজের কি নাম?
কেউ বলে তুষার ফোটা কেউ বা শিশির ঘাম ৷

শীত আসিলে ছড়িয়ে পরে সাদসাজে সব গ্রাম
কুয়াশার ফাঁকে জাপসা আলো সূর্য্যে পরে যান ৷
রসের হাড়ির মিষ্ট জলে তীব্র হাওয়া উঠে
খুব সুদূুরে, ঠিক দুপুরে সূর্য্য দেখা মিঠে ৷


প্রকাশনাঃ- দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকা ।