রৌদ্রাক্ষরে লেখা তোমার সেই চিঠি
বুক পকেটে রেখে আজো পাড়ি দেই
বহুদূর বন্দুর পথ।
বিরুদ্ধ বাতাস কিংবা
বিকেলের হেলে পড়া সূর্যের মুখোমুখী
দাঁড়িয়ে মন্ত্রের মতো জপে যাই নিবিষ্ট মনে,
বুকের মানচিত্রে দাঁড়িয়ে থাকে টিনেজ বালক।
অতঃপর রাতের শরীরে কালের এপিটাফ খোদাই করতে করতে ধীর পায়ে হেঁটে আসে আবেগী সকাল,
পরম নির্ভরতায় হাত রাখি হৃদপিণ্ডের সাথে ঝুলিয়ে রাখা চিঠির উপর।